
আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কলকাতা (ARMY INSTITUTE OF MANAGEMENT) -এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ভারতের অন্যতম ‘ব্যবসা সম্পর্কিত ডিগ্রী’ (যেমন – MBA) প্রদানকারী একটি স্কুল।
বর্তমানে এই প্রতিষ্ঠানে ০১টি ক্লার্ক শূন্যপদ রয়েছে। এইপদে আগ্রহী প্রার্থীদের আগামী ০৩/০৮/২০২৩ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আবেদনপ্রক্রিয়া সহ অন্যান্য সমস্ত জরুরি বিবরণ নীচে বিস্তারিতভাবে আলোচনা করা হল।
জরুরি তারিখসমূহ
আবেদন জমা দেওয়া শুরুর তারিখ – ১৫/০৭/২০২৩
আবেদন জমা করার শেষ তারিখ – ০৩/০৮/২০২৩
প্রাথমিক বিবরণসমূহ
বিজ্ঞপ্তি নং – উল্লেখ নেই
যে সংস্থা/প্রতিষ্ঠান আপনাকে চাকরি দিচ্ছে তার নাম – আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কলকাতা
চাকরিদাতা সংস্থা/প্রতিষ্ঠানের অবস্থান – কলকাতা, পশ্চিমবঙ্গ
চাকরির ধরন – চুক্তিভিত্তিক
আবেদন করার জন্য প্রয়োজনীয় জাতীয়তা – ভারতীয়
আবেদন ফি
আবেদন ফি নিষ্প্রয়োজন
শূন্যপদের নাম ও সংখ্যা
আপনি যে পদে চাকরি করবেন তার নাম – লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC cum Typist)
মোট শূন্যপদ – ০১
যোগ্যতা
আবেদনকারীর স্নাতক ডিগ্রী থাকতে হবে। কম্পিউটার সম্পর্কিত জ্ঞান প্রয়োজনীয়। 40 WPM (Word Per Minute) টাইপিং স্পিড থাকতে হবে। 3 বছরের কাজের অভিজ্ঞতা এবং বাংলা, হিন্দি, ইংরেজি বলতে, পড়তে ও লিখতে জানতে হবে।
বেতন
AWES বেতনক্রম অনুযায়ী বেতন দেওয়া হবে।
বয়সসীমা
আবেদনকারীর বয়স ০১/০৭/২০২৩ অনুযায়ী ৫৩ বছরের নীচে হতে হবে।
কিভাবে আবেদন করবেন
এই চাকরিটির জন্য আপনাকে অফলাইনে আবেদন করতে হবে। আবেদনের পদ্ধতি হল –
- প্রথমে আবেদনপত্রটি নীচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করুন এবং প্রিন্ট আউট করুন।
- আবেদনপত্রটি সঠিক তথ্য দ্বারা পূরণ করুন।
- এরপর একটি সাদা কাগজে নিজের সিভি (CV) লিখে তাতে একটি রঙিন পাসপোর্ট সাইজ ছবি লাগিয়ে দিন।
- এরপর সিভি (CV)-টি আবেদনপত্রের সাথে জুড়ে দিন।
- আবেদনপত্রের সঙ্গে আপনার সার্টিফিকেটগুলির জেরক্স কপি জুড়ে দিন।
- সবশেষে আবেদনপত্রসহ নথিপত্রগুলি নীচের ঠিকানাই পাঠিয়ে দিন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
The Director
Army Institute of Management, Kolkata
Plot No III B/11, Action Area III
Major Arterial Road
New Town, Rajarhat, Kolkata-700027
তবে আপনি চাইলে ই-মেলের মাধ্যমেও আবেদন করতে পারেন। ই-মেলে আবেদন করার জন্য ই-মেল আইডিটি হল – [email protected]