রাজ্যে স্বাস্থ্য দপ্তরে ৭৬২ শূন্যপদে নিয়োগ, এখনই আবেদন করুন

By Shaqlin Mustak October 19, 2023

উত্তর ২৪ পরগনা জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে সম্প্রতি বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে মোট ৭৬২ টি শূন্যপদ রয়েছে। গত ২২/০৮/২০২৩ তারিখে বিজ্ঞপ্তিটির প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হল।

জরুরি তারিখসমূহ

আবেদন জমা দেওয়া শুরুর তারিখ – ২৮/০৮/২০২৩
আবেদন জমা করার শেষ তারিখ – ১১/০৯/২০২৩

প্রাথমিক বিবরণসমূহ

বিজ্ঞপ্তি নং – CMOH/N24PGS/NHM/Rec./6667
যে সংস্থা/প্রতিষ্ঠান আপনাকে চাকরি দিচ্ছে তার নাম – স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর
চাকরিদাতা সংস্থা/প্রতিষ্ঠানের অবস্থান – উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ
চাকরির ধরন – চুক্তিভিত্তিক
আবেদন করার জন্য প্রয়োজনীয় জাতীয়তা – ভারতীয়

আবেদন ফি

আবেদন ফি নিষ্প্রয়োজন

শূন্যপদের নাম ও সংখ্যা

শূন্যপদের নামসহ সংখ্যা নীচের উল্লেখ করা হল।

  • ব্লক পাব্লিক হেলথ ম্যানেজার (Block Public Health Manager)। এই পদের জন্য মোট শূন্যপদ হল ০৪ টি।
  • ব্লক ডাটা ম্যানেজার (Block Data Manager)। এই পদের জন্য মোট শূন্যপদ হল ০৩ টি।
  • মেডিকেল অফিসার (Medical Officer)। এই পদের জন্য মোট শূন্যপদ হল ২২৬ টি।
  • ব্লক এপিডেমিওলজিস্ট (Block Epidemiologist)। এই পদের জন্য মোট শূন্যপদ হল ০৩ টি।
  • স্টাফ নার্স (Staff Nurse)। এই পদের জন্য মোট শূন্যপদ হল ৩৯ টি।
  • কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (Community. Health Assistant)। এই পদের জন্য মোট শূন্যপদ হল ২৪০ টি।
  • স্পেশালিস্ট মেডিসিন (Specialist Medicine)। এই পদের জন্য মোট শূন্যপদ হল ৫২ টি।
  • স্পেশালিস্ট পেডিয়াট্রিক্স (Specialist Pediatrics)। এই পদের জন্য মোট শূন্যপদ হল ৫২ টি।
  • স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ (Specialist Gynecology & Obstetrics)। এই পদের জন্য মোট শূন্যপদ হল ৫২ টি।
  • চক্ষুবিদ্যা বিশেষজ্ঞ (Specialist Ophthalmology)। এই পদের জন্য মোট শূন্যপদ হল ৫২ টি।

সর্বমোট শূন্যপদ – ৭৬২ টি।

যোগ্যতা, বেতন ও বয়সসীমা

যেকোনো কাজে যোগ দেওয়ার আগে সেই কাজের জন্য যোগ্যতা, বেতন ও বয়সসীমা সম্পর্কে জানা খুব জরুরী। নিচে প্রত্যেকটি পদের যোগ্যতা বেতন ও বয়সসীমা সম্পর্কে আলোচনা করা হলো।

১. ব্লক পাব্লিক হেলথ ম্যানেজার (Block Public Health Manager)

যোগ্যতা – লাইফ সায়েন্স গ্র্যাজুয়েট, ম্যানেজমেন্টে ডিগ্রি, কম্পিউটার দক্ষতা। জনস্বাস্থ্য বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন – ৩৫০০০ টাকা মাসিক।

বয়সসীমা – ২১ থেকে ৪০ বছর।

২. ব্লক ডাটা ম্যানেজার (Block Data Manager)

যোগ্যতা – যে কোন বিষয়ে স্নাতক, কম্পিউটার ডিগ্রি। ডাটা রেকর্ডিংয়ের কাজে ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

বেতন – ২২,০০০ টাকা মাসিক।

বয়সসীমা – ২১ থেকে ৪০ বছর।

৩. মেডিকেল অফিসার (Medical Officer)

যোগ্যতা – প্রার্থীকে এমবিবিএস (MBBS) গ্র্যাজুয়েট হতে হবে এবং অবশ্যই এক বছরের ইন্টার্নশিপ করে থাকতে হবে।

বেতন – ৬০,০০০ টাকা মাসিক।

বয়সসীমা – বয়স হতে হবে ৬৭ বছরের নীচে।

৪. ব্লক এপিডেমিওলজিস্ট (Block Epidemiologist)

যোগ্যতা – প্রার্থীকে জীবন বিজ্ঞান বিষয়ে স্নাতক হতে হবে। অথবা BAMS/ BHMS/BUMS ডিগ্রির সাথে MPH ডিগ্রী করে থাকতে হবে। কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে। জনস্বাস্থ্য বিষয়ে অভিজ্ঞতা থাকলে অথবা Ph.D / M. Phil করা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন -.৩৫,০০০ টাকা মাসিক।

বয়সসীমা – ২১ থেকে ৪০ বছর।

৫. স্টাফ নার্স (Staff Nurse)

যোগ্যতা – প্রার্থীর অবশ্যই জিএনএম (GNM) ডিগ্রী থাকতে হবে।

বেতন – ২৫,০০০ টাকা মাসিক।

বয়সসীমা – বয়স অবশ্যই ৪০ বছরের নিচে হতে হবে।

৬. কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (Community. Health Assistant)

যোগ্যতা – প্রার্থীর অবশ্যই এএনএম (ANM) অথবা জিএনএম (GNM) ডিগ্রী থাকতে হবে এবং উত্তর ২৪ পরগনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বেতন – ১৩,০০০ টাকা মাসিক।

বয়সসীমা – ২১ থেকে ৪০ বছর।

৭. স্পেশালিস্ট (Specialist)

সমস্ত প্রকার স্পেশালিস্ট পদের জন্য নীচের শর্তগুলি প্রযোজ্য।

যোগ্যতা – প্রার্থীকে অবশ্যই এমবিবিএস (MBBS) পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে এমডি (MD) ডিগ্রী করে থাকতে হবে।

বেতন – প্রার্থীর যদি পিজি ডিগ্রি থাকে তবে বেতন হবে প্রতি মাসে ৭০,০০০ টাকা। প্রার্থীর যদি পিজি ডিপ্লোমা থাকে তবে বেতন হবে প্রতি মাসে ৬৫,০০০ টাকা।

বয়সসীমা – বয়স অবশ্যই ৬৭ বছরের নিচে হতে হবে।

কিভাবে আবেদন করবেন

এই চাকরিটির জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য নিচে উল্লেখিত অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং সেখানে দেওয়া নির্দেশিকা গুলি মেনে আবেদন করুন।

প্রয়োজনীয় লিংক

অফিশিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার লিংক – Download
অনলাইনে আবেদন করার লিংক – Apply Now
অফিশিয়াল ওয়েবসাইট – Visit Now
আরও চাকরির খবরের জন্য এখানে ক্লিক করুন – Click Here

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)

স্বাস্থ্য দপ্তরের এই চাকরিতে আবেদনের শেষ তারিখ কবে?

আবেদনের শেষ তারিখ হল ১১ই সেপ্টেম্বর ২০২৩।

স্বাস্থ্য দপ্তর নিয়োগ ২০২৩ -এ কটি শূন্যপদ রয়েছে?

মোট ৭৬২ টি শূন্যপদ রয়েছে।

স্বাস্থ্য দপ্তরের এই চাকরির বেতন কত?

এই চাকরির মাসিক বেতন হবে ৬৫০০০ থেকে ৭০০০০ হাজার টাকা।